Header Ads Widget

Responsive Advertisement

বহিপীর mcq | বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন | 30minuteeducation

 

বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন




Multiple Choice Question of Bohipir Drama #30minuteeducation
Multiple Choice Question of Bohipir Drama #30minuteeducation


#30minuteeducation

Last Update : 24/05/2021

 


Multiple Choice Question of Bohipir Drama



১. তাহেরা হাশেমকে বিয়েতে মত দিতে চায় না কেন-

 i. হাশেম যা করছে তা ঝোঁকের মাথায়

 ii. সে কারো করুণা চায় না

 iii. খোদেজাকে শাশুড়ি হিসেবে পছন্দ হয় না

 নিচের কোনটি সঠিক?

 Ο ক) i

 Ο খ) i, ii

 Ο গ) ii

 Ο ঘ) iii

  সঠিক উত্তর: (খ)


 ২. ‘বহিপীর’ নাটকে হাতেম আলির চরিত্রটি-

 i. মানবিক চেতনাসম্পন্ন

 ii. আত্মোপলব্ধিহীন

 iii. আত্মনিমগ্ন

 নিচের কোনটি সঠিক?

 Ο ক) i

 Ο খ) ii

 Ο গ) i, iii

 Ο ঘ) iii

  সঠিক উত্তর: (গ)

 


লালসালু উপন্যাসের MCQ বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

লালসালু  MCQ




 ৩. খোদেজার মতে কার ঘাড়ে শয়তান চেপে রয়েছে-

 i. তাহেরায় ঘাড়ে

 ii. পীরের ঘাড়ে

 iii. হাশেম আলির ঘাড়ে

 নিচের কোনটি সঠিক?

 Ο ক) i

 Ο খ) ii

 Ο গ) i, iii

 Ο ঘ) iii

  সঠিক উত্তর: (গ)


 ৪. বহিপীর জমিদারের বজরায় উঠলেন কেন?

 Ο ক) তার নতুন স্ত্রী আছে বলে

 Ο খ) জমিদারের অনুরোধ রক্ষা করতে

 Ο গ) পথিমধ্যে নৌকা দুর্ঘটনায় পতিত হয়ে

 Ο ঘ) জমিদারকে নগদ অর্থ প্রদান করতে

  সঠিক উত্তর: (গ)


 ৫. বহিপীর হাশেমকে ডেকে কী প্রশ্ন করেছিলেন?

 Ο ক) কোন কলেজ থেকে পাস করেছে

 Ο খ) তোমাদের জমিদারত্বের বয়স কত

 Ο গ) তাদের আশ্রিত মেয়েটির পরিচয়

 Ο ঘ) কী জন্য সে ছাপাখানা করবে

  সঠিক উত্তর: (গ)



Bahipir mcq 



 ৬. তাহেরার মা-বাবা কী জন্য বহিপীরের সাথে তার বিয়ে দিলেন?

 Ο ক) পীর সাহেবকে খুশি করার জন্য

 Ο খ) পীর সাহেবের দোয়া পাওয়ার জন্য

 Ο গ) পীর সাহেব ধনী বলে

 Ο ঘ) পীর সাহেবের বিশেষ অনুরোধ রক্ষার্থে

  সঠিক উত্তর: (ক)

 


বাংলা সাহিত্য ও সাহিত্যের ইতিহাস বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

Bengali Literature History




 ৭. বহিপীর চরিত্র নেতিবাচক হওয়ার কার‌ণ-

 i. ব্যক্তিস্বার্থে জীবনকে গণনা করে

 ii. ব্যক্তিস্বার্থে জগৎকে গণনা করে

 iii. ব্যক্তিস্বার্থে অতিক্রম করে

 নিচের কোনটি সঠিক?

 Ο ক) i ও ii

 Ο খ) i

 Ο গ) ii

 Ο ঘ) iii

  সঠিক উত্তর: (ক)


 ৮. “বিয়ের ব্যাপার কী আইন-মোকদ্দমা নাকি?”- কথাটি কে বলেছিলেন?

 Ο ক) বহিপীর

 Ο খ) পথচারী

 Ο গ) খোদেজা

 Ο ঘ) মাঝি

  সঠিক উত্তর: (গ)


বহিপীর নাটকের


 ৯. ডেমরা ঘাটে মানুষ ভিড় করছিল কেন?

 Ο ক) ভিখারির করুণ আর্তনাদের জন্য

 Ο খ) মুসলমান মেয়ে বিপদে পড়ার জন্য

 Ο গ) সাপুড়ের সাপ খেলা দেখার জন্য

 Ο ঘ) অসুস্থ মানুষকে সাহায্য করার জন্য

  সঠিক উত্তর: (খ)



 ১০. বেড়ালের থাবার নিচে ইদুর ধরার যে ভাব সেটা কার মধ্যে পরিলক্ষিত হয়েছে?

 Ο ক) হাশেম আলি

 Ο খ) বহিপীর

 Ο গ) হকিকুল্লাহ

 Ο ঘ) বদলোকের

  সঠিক উত্তর: (খ)



 ১১. নাটকের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় ঐক্য হচ্ছে-

 i. সময়ের ঐক্য

 ii. স্থানের ঐক্য

 iii. ঘটনার ঐক্য

 নিচের কোনটি সঠিক?

 Ο ক) i

 Ο খ) ii

 Ο গ) iii

 Ο ঘ) i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)



 ১২. সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কত সালে মৃত্যুবরণ করেন?

 Ο ক) ১৯৭৫

 Ο খ) ১৯৭৭

 Ο গ) ১৯৭৮

 Ο ঘ) ১৯৭১

  সঠিক উত্তর: (ঘ)



 ১৩. পীর সাহেব পুলিশকে খবর না দেওয়ার কারণ-

 i. তাহেরা আত্মহত্যা করতে পারে

 ii. বিশেষ কোনো লাভ হতো না

 iii. তাহেরাকে বিপদে ফেলতে চায় না

 নিচের কোনটি সঠিক?

 Ο ক) i

 Ο খ) i, ii

 Ο গ) ii

 Ο ঘ) iii

  সঠিক উত্তর: (খ)


 ১৪. ‘বহিপীর’ নাটকে পরিলক্ষিত হয়েছে -

 i. জমিদারের অমানুষিক অত্যাচার

 ii. পাকিস্তানি শাসকের নির্যাতন

 iii. পীর সম্প্রদায়ের সৃষ্ট ধর্মীয় কুসংস্কার

 নিচের কোনটি সঠিক?

 Ο ক) i

 Ο খ) ii

 Ο গ) iii

 Ο ঘ) i ও ii

  সঠিক উত্তর: (গ)



ভাব-সম্প্রসারণ লেখার নিয়ম বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

ভাব-সম্প্রসারণ লেখার নিয়ম




 ১৫. একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ-মধুসূদনের কী জাতীয় রচনা?

 Ο ক) নাটক

 Ο খ) উপন্যাস

 Ο গ) মহাকাব্য

 Ο ঘ) প্রহসন

  সঠিক উত্তর: (ঘ)

 


 ১৬. নাট্যকার ওয়ালীউল্লাহ্‌ কোথায় মৃত্যুবরণ করেন?

 Ο ক) প্যারিসে

 Ο খ) ঢাকায়

 Ο গ) চট্টগ্রামে

 Ο ঘ) সিলেটে

  সঠিক উত্তর: (ক)



 ১৭. জমিদার হাতেম আলির পুত্রের নাম কী?

 Ο ক) হকিকুল্লাহ

 Ο খ) রহমত আলি

 Ο গ) হাশেম আলি

 Ο ঘ) নওশের আলি

  সঠিক উত্তর: (গ)



 ১৮. বজরাতে ওঠার পরে তাহেরার চরিত্রে কী প্রকাশ পায়-

 i. উৎকন্ঠা

 ii. ভয়ে নির্বাক অনুভূতি

 iii. নির্ভাবনা

 নিচের কোনটি সঠিক?

 Ο ক) i

 Ο খ) ii

 Ο গ) i, ii

 Ο ঘ) iii

  সঠিক উত্তর: (গ)



 ১৯. হাশেম আলির পরিচয় পাওয়া যায়-

 i. মনুষ্যত্ববোধে

 ii. প্রতিবাদে

 iii. কুসংস্কারমুক্ত চিন্তায়

 নিচের কোনটি সঠিক?

 Ο ক) i

 Ο খ) ii

 Ο গ) iii

 Ο ঘ) i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

 


বাংলা উচ্চারণের নিয়ম জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

বাংলা উচ্চারণের নিয়ম




 ২০. তাহেরা কোন কথাটি সবাইকে বলতে নিষেধ করল?

 Ο ক) বজরায় তার অবস্থানের কথা

 Ο খ) পানিতে ডুবে মরার কথা

 Ο গ) তার চাচাত ভাইয়ের কথা

 Ο ঘ) তার বিবাহের কথা

  সঠিক উত্তর: (ক)



 ২১. জুলুম করলে আত্মহত্যার ভয় দেখাল কে?

 Ο ক) হাশেম

 Ο খ) বহিপীর

 Ο গ) তাহেরা

 Ο ঘ) খোদেজা

  সঠিক উত্তর: (গ)



 ২২. ‘কিন্তু বার্তাবাহককে যে দলহীন হতে হয়।’ এখানে বার্তাবাহক কে ছিলেন?

 Ο ক) খোদেজা

 Ο খ) হকিকুল্লাহ

 Ο গ) হাতেম

 Ο ঘ) হাশেম

  সঠিক উত্তর: (ঘ)



 ২৩. বহিপীর নাটকে ‘জবান’ শব্দের অর্থে কী ?

 Ο ক) কথাবার্তা

 Ο খ) চাল-চলন

 Ο গ) শিক্ষাদান

 Ο ঘ) কার্যকলাপ

  সঠিক উত্তর: (ক)



২৪. তাহেরার কৃতজ্ঞতার তেজ কেমন?

Ο ক) নেশার মতো

Ο খ) জলের মতো

Ο গ) হিংস্র বাঘের মতো

Ο ঘ) জ্বলন্ত আগুনের মতো

 সঠিক উত্তর: (ক)



২৫. তাহেরা দরজা খোলা দেখে কী সন্দেহ করেছিল?

Ο ক) তিনিই সেই পীর হতে পারেন

Ο খ) পীরের লক্ষণ ভালো নয়

Ο গ) পীর জমিদারকে কু-পরামর্শ দিচ্ছেন

Ο ঘ) তিনি পীর নন ডাকাত

 সঠিক উত্তর: (ক)



২৬. নাট্যকার ওয়ালীউল্লাহ্‌র মাতার নাম কী?

Ο ক) নাছিমা আক্তার

Ο খ) নাসিম আরা খাতুন

Ο গ) নাছরিন উল্লাহ

Ο ঘ) মমতাজ বেগম

 সঠিক উত্তর: (খ)



 ২৭. কথাবার্তায় কে অবিকল বইয়ের ভাষা ব্যবহার করেন?

Ο ক) হাতেম

Ο খ) বহিপীর

Ο গ) হাশেম

Ο ঘ) হকিকুল্লাহ

 সঠিক উত্তর: (খ)



২৮. বহিপীর অপরের মাথায় সুরঙ্গ করে কী জানতে চান?

Ο ক) কষ্টের স্বরুপ

Ο খ) বুদ্ধিমত্তার রহস্য

Ο গ) মনের কথা

Ο ঘ) গোপন কথা

 সঠিক উত্তর: (গ)



২৯. প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে কোন নাট্যকার কাজ করতেন?

Ο ক) মুনীর চৌধুরী

Ο খ) সৈয়দ ওয়ালীউল্লাহ্‌

Ο গ) আনিস চৌধুরী

Ο ঘ) মমতাজ বেগম

 সঠিক উত্তর: (খ)



৩০. কথ্য ভাষায় অনুপস্থিত- i. পবিত্রতা ii. গাম্ভীর্য iii. বোধগম্যতা নিচের কোনটি সঠিক?

Ο ক) i

Ο খ) ii

Ο গ) iii

Ο ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ঘ)



৩১. বাংলা নাটকের ইতিহাস কত বছরের?

Ο ক) সাত বছর

Ο খ) আট বছর

Ο গ) নয় বছর

Ο ঘ) হাজার বছর

 সঠিক উত্তর: (ঘ)




You can check  out here another English Grammar link ...

👇👇👇👇👇👇


1.Rules of Modifier


2.Simple, Complex & Compound





৩২. নুরুল মোমেনের উল্লেখযোগ্য নাটক কোনগুলো?

Ο ক) নয়া খান্দান

Ο খ) নেমেসিস

Ο গ) রূপান্তর

Ο ঘ) উপরের সবগুলো

 সঠিক উত্তর: (ঘ)



৩৪. ঝড়ের সময় বজরাটি কোথায় অবস্থান নিয়েছিল?

Ο ক) খালের ভিতরে

Ο খ) ডেমরা ঘাটে

Ο গ) একটি গাছের নিচে

Ο ঘ) বড় লঞ্চের নিকটে

 সঠিক উত্তর: (ক)



৩৫. পূর্বের নাটকে ঘটনার বিকাশ কতটি ভাগে বিভক্ত ছিল?

Ο ক) তিনটি

Ο খ) পাঁচটি

Ο গ) চারটি

Ο ঘ) ছয়টি

 সঠিক উত্তর: (খ) 



৩৬. মানুষ কখণ তার বুদ্ধি শক্তি হারিয়ে ফেলে?

Ο ক) যুদ্ধ পরিচালনার সময়

Ο খ) অতিথি আপ্যায়নের সময়

Ο গ) বদান্যতার পরীক্ষার সময়

Ο ঘ) শহরে বসবাস করার সময়

 সঠিক উত্তর: (গ)



৩৭. সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ কত সালে জন্মগ্রহণ করেন?

Ο ক) ১৯২১

Ο খ) ১৯২২

Ο গ) ১৯২৩

Ο ঘ) ১৯২৪

 সঠিক উত্তর: (খ)



৩৮. প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব কার?

Ο ক) চাঁদ শিকদার

Ο খ) যোগেশচন্দ্র গুপ্ত

Ο গ) হরচন্দ্র ঘোষ

Ο ঘ) মাইকেল মধুসূদন দত্ত

 সঠিক উত্তর: (ঘ)



৩৯. পীর তাহেরাকে পেতে যে পদক্ষেপ নিয়েছিলেন-

i. হাতেম আলিকে প্রলোভন দেখিয়েছিলেন

ii. তাহেরাকে প্রলোভন দেখিয়েছিলেন

iii. ঝেড়ে তাহেরার কাঁধ থেকে শয়তান নামাতে চেয়েছিলেন

নিচের কোনটি সঠিক?

Ο ক) i

Ο খ) ii

Ο গ) i, iii

Ο ঘ) iii

 সঠিক উত্তর: (গ)



৪০. নাটকের কুশীলবদের সচরাচর বলা হয়-

i. অভিনয় শিল্পী

ii. নট-নটী

iii. সাজ-সজ্জা নির্মাতা

নিচের কোনটি সঠিক?

Ο ক) i

Ο খ) ii

Ο গ) iii

Ο ঘ) i ও ii

 সঠিক উত্তর: (ক)



৪১. পর্দা উঠলেই তাহেরার মুখে কীসের ভাব পরিলক্ষিত হয়?

Ο ক) উদাসীনতার

Ο খ) সামান্য উদভ্রান্ত

Ο গ) পাগলিনীর

Ο ঘ) বিষণ্নতার

 সঠিক উত্তর: (খ)



৪২. সৈয়দ ওয়ালী উল্লাহর প্রথম গল্প গ্রন্থ কোনটি?

Ο ক) নয়ন চারা

Ο খ) দুই তীর ও অন্যান্য গল্প

Ο গ) কাঁদো নদী কাঁদো

Ο ঘ) মানচিত্র

 সঠিক উত্তর: (ক)




উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র বিষয়ে জানতে নিচের লিংকে ক্লিক করুন..

👇👇👇👇

 উৎপাদনের ধারণা 



৪৩. ‘আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরব’ - উক্তিটি কার?

Ο ক) চাকর

Ο খ) মাঝি

Ο গ) তাহেরা

Ο ঘ) খোদেজা

 সঠিক উত্তর: (গ)



৪৪. হাতেম আলির জমিদারি ভেঙে গেলে হাশেমের কোন স্বপ্ন ভেঙে যাবে?

Ο ক) জমিদার হওয়ার

Ο খ) ছাপাখানা দেওয়ার

Ο গ) বিদেশ যাওয়ার

Ο ঘ) ব্যবসা করার

 সঠিক উত্তর: (খ)



৪৫. বহিপীর ধর্মব্যবসা পরিচালনা করতেন-

i. সাধারণ মানুষের কুসংস্কার পুঁজি করে

ii. অশিক্ষিত মানুষদের উপদেশ দিয়ে

iii. সাধারণ মানুষের ধর্ম বিশ্বাসকে পুঁজি করে

নিচের কোনটি সঠিক?

Ο ক) i ও ii

Ο খ) i

Ο গ) ii

Ο ঘ) iii

 সঠিক উত্তর: (ক)


আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


Our YouTube Channel Link.. Two Learning

===================



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

1 Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.